জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অগ্রযাত্রা ১৬ বছর পদার্পণে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী।
ওরা হতে চায় আগামী দিনের সুলতান। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।
তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শিশুদের জন্য করা এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের ভেতরে আমাদের সংস্কৃতির চেতনা জাগাতে হবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ডাঃ মোবারক হোসেন চৌধুরী বলেন, সাহসী সাংবাদিকতা ও বর্তমান সময়ে চ্যালেঞ্জিং সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের আলো’। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। বাংলাদেশের আলো সত্য প্রকাশে নির্ভীক। নানা চাপ উপেক্ষা করে পত্রিকাটি সত্য প্রকাশ করে। নিপীড়িত মানুষের দুর্দশার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। পত্রিকাটি শতবছর ছাড়িয়ে যাক এটাই প্রত্যাশা করছি।
চিত্র প্রশিক্ষক ও দৈনিক আদিবাংলা পত্রিকার বার্তা সম্পাদক অভিজিত রায়ের সভাপতিত্বে সাংবাদিক এবং নাট্যকর্মী আলমগীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া প্রধানীয়া, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড রফিকুজ্জামান রনি।
এসময় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।
এসব ক্ষুদে চিত্রশিল্পীরা ক-খ-গ- তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তারা যথাক্রমে জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, জুলাই আগস্ট এর গ্রাফিতি এই কয়টি বিষয়ে উপর ছবি আঁকে।
আগামী ২৩ নভেম্বর পত্রিকার অগ্রযাত্রার ১৬ বছর পদার্পণে চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা, কেককাটা ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট।