শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতি কার্যকরী পরিষদের নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে।
সোমবার দিনভর নিরবিচ্ছিন্নভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের শিক্ষকদের মাঝে আমেজের ঝড় বইতে দেখা গেছে।
সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও শিক্ষক সমাজ কল্যাণ সমিতি সূত্র জানায়, ওই নির্বাচনে সমিতির সভাপতি ২ জন, সহ সভাপতি ৫ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সহ সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২ জনসহ মোট ২৭ জন প্রার্থী চুড়ান্ত লড়াই অংশগ্রহণ করে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৫৪৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে বিভিন্ন পদে ভোট যুদ্ধে লড়াই শেষে বিজয়ী হন ১৫ জন প্রার্থী। ওই নির্বাচনে সভাপতি পদে ১ং ব্যলটে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন পঞ্চনগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম । তার প্রাপ্ত ভোট ৩৯৮ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৩০ ভোট পান মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম । অপর দিকে ফটিকখিরা ছালামত উল্যাহ আমেনা বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক ০৩ ব্যলটে মো: জসীম উদ্দিন
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তার প্রাপ্ত ভোট ২৪৫ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ০১ ব্যলটে মোহাম্মদ সোহরাব হোসেন পান ১৬৫ ভোট।সহ-সভাপতি হিসেবে তিনজন নির্বাচিত হন তারা হলেন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক ব্যলট নং 8 মো: আবুল বাসার পাটওয়ারী তার প্রাপ্ত ভোট ৩২৩,সূচীপাড়া উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক ০৩ নং ব্যলট মোহাম্মদ এ টি এম সাইফুল ইসলাম ৩০৫ ভোট পান,খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক ০৫ নং ব্যলট মো: মেছবাহ উদ্দীন ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নিজমেহের মডেল উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক মোঃ আক্তার হোসেন ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে ০৩ ব্যলটে মো: হাসান মজুমদার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় নির্বাচিত হন। অপরদিকে কার্যকরী সদস্য পদে ৮ জন সদস্য নির্বাচিত হন তারা হলেন, কার্যনির্বাহী সদস্য পদে প্রথম হন উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাহবুবুর রহমান তার প্রাপ্ত ভোট ৩৪৬। দ্বিতীয় হন চিতোষী রহমত আলী এন্ড মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় শিক্ষক মো: আনিছুর রহমান প্রাপ্ত ভোট ৩৩০, তয় হন খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক ইমাম হোসেন মজুমদার তার প্রাপ্ত ভোট ৩১২,৪র্থ হন উয়ারুক রহমানিয়া উবির মো: ফারুক হোসাইন প্রাপ্ত ভোট তার ৩০২, ৫র্ম হন নিজ মেহের পাইলট উচ্চ বিদ্যালয় মোহাম্মদ মাহবুব আলম (সুমন) তার প্রাপ্ত ভোট ২৭১,৬ষ্ট হন পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মো: ইমাম হোসেন তার প্রাপ্ত ভোট ২৫৯, ৭ম হন ইছাপুরা উচ্চ বিদ্যালয়ন মাওলানা মুহাম্মদ মাহবুব আলম তার প্রাপ্ত ভোট ২৩৪, ৮ ম হন রাগৈ উবির নাজমুল ইসলাম তার প্রাপ্ত ভোট ২৩২।ওই নির্বাচনে রিটারাইনিং কর্মকর্তার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু ইসহাক।
উল্লেখ্য,আজ থেকে ৩৪ বছর পূর্বে ৯০ দশকে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় বর্তমানে শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান শিক্ষকদের কল্যাণের কথা চিন্তা করে এই সমিতি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি ৪ শতক জমি ক্রয় করে সমিতির পাকা ভবন নির্মাণ করেন।এটি আজও দন্ডায়মান। তিনি ২০১৭ সালের ১৮ই জানুয়ারি মৃত্যু পর্যন্ত এ সমিতির সভাপতি ছিলেন।
দীর্ঘদিন তিনি সকলের ভালোবাসা এবং সহযোগিতায় ওই দায়িত্ব পালন করে। এর মধ্যে কয়েকজন সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করলেও তিনি ওই পদে অসীন ছিলেন। এই দীর্ঘ সময় ওই পদে তিনি টিকে থাকতে বিভিন্ন রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি শিক্ষকদের সমর্থনে বারবার টিকেছিলেন ওই পদে। তার ওই সংগ্রামে বরাবরই সঙ্গে ছিলেন,সমিতির সাধারন সম্পাদক নিজ মেহের মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় বাবু হরে বন্ধু মজুমদার।
পরবর্তীতে ওই দুইজন শিক্ষক নেতার মৃত্যুর পর কয়েকজন শিক্ষক ওই সংগঠনটিকে এগিয়ে নিতে দায়িত্ব পালন সহ নানা উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে গত ১১ই জুলাই ২০২৪ বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নানকে আহ্বায়ক ও পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ রহিমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি দায়িত্ব নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে।
ওই হিসেবে আজ এই নির্বাচন অনুষ্ঠিত হলো। বিজয়ী শিক্ষক নেতা সভাপতি আ: রহিম বলেন, আমি মরহুম সিদ্দিক স্যারের স্বপ্ন বাস্তবায়নে এই সমিতিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।