ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে টপসওয়েল বিক্রির দায়ে জমিনের মালিককে ৫০ হাজার টাকা অর্থ দন্ড

শাহরাস্তিতে আলী এরশাদ (৫৫) নামে এক জমিনের মালিককে ভুমির টপসওয়েল বিক্রির দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

Model Hospital

শনিবার দুপুরে গণমাধ্যমকে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপি’র নরিংপুর হাই কামতা কৃষি  ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের শরবত আলী ভূঁইয়ার পুত্র আলী এরশাদ (৫৫) অনুমোদনহীন ড্রেজার মেশিনে দিয়ে ফসলি কৃষি জমিনের টপসওয়েল বিক্রি করছিল।

ওই সময় স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসন বিষয়টি অবহিত হয়ে (ভারপ্রাপ্ত) উপজেলা নিবার্হী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ওই ঘটনায় অভিযুক্ত জমিনের মালিক আলী এরশাদ (৫৫) দোষী সাব্যস্ত করেন। পরে তাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ৭ (ক)অপরাধে ১৫ দ্বারা ৫০০০০, টাকা অর্থ প্রদান করেন, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অবৈধ ড্রেজার মেশিনটি জব্দের নির্দেশ প্রদান করেন।

এ অভিযান প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে স্থানীয় কৃষকদের ফসলি জমিনের টপসওয়েল কাটা রক্ষা পাবে। এতে জমিনের উর্বরতা বজায় থাকবে। এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা প্রশাসন জানান, অভিযুক্তদের বিষয়ে দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায়ী ও অনুমোদনহীন ড্রেজার মেশিনে দিয়ে ফসলি কৃষি জমিনের টপসওয়েল বিক্রি ও আগ্রাসনকারীদের  বিরুদ্ধে  বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চরমোনাই’র নমুনায় মাহফিল সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

শাহরাস্তিতে টপসওয়েল বিক্রির দায়ে জমিনের মালিককে ৫০ হাজার টাকা অর্থ দন্ড

আপডেট সময় : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

শাহরাস্তিতে আলী এরশাদ (৫৫) নামে এক জমিনের মালিককে ভুমির টপসওয়েল বিক্রির দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

Model Hospital

শনিবার দুপুরে গণমাধ্যমকে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপি’র নরিংপুর হাই কামতা কৃষি  ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের শরবত আলী ভূঁইয়ার পুত্র আলী এরশাদ (৫৫) অনুমোদনহীন ড্রেজার মেশিনে দিয়ে ফসলি কৃষি জমিনের টপসওয়েল বিক্রি করছিল।

ওই সময় স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসন বিষয়টি অবহিত হয়ে (ভারপ্রাপ্ত) উপজেলা নিবার্হী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ওই ঘটনায় অভিযুক্ত জমিনের মালিক আলী এরশাদ (৫৫) দোষী সাব্যস্ত করেন। পরে তাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ৭ (ক)অপরাধে ১৫ দ্বারা ৫০০০০, টাকা অর্থ প্রদান করেন, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অবৈধ ড্রেজার মেশিনটি জব্দের নির্দেশ প্রদান করেন।

এ অভিযান প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে স্থানীয় কৃষকদের ফসলি জমিনের টপসওয়েল কাটা রক্ষা পাবে। এতে জমিনের উর্বরতা বজায় থাকবে। এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা প্রশাসন জানান, অভিযুক্তদের বিষয়ে দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায়ী ও অনুমোদনহীন ড্রেজার মেশিনে দিয়ে ফসলি কৃষি জমিনের টপসওয়েল বিক্রি ও আগ্রাসনকারীদের  বিরুদ্ধে  বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছেন।