চাঁদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে অর্ধশত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ অভিযান পরিচালনা করে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেচ মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া, নির্বাহী প্রকৌশলী শামছুদ্দোহা, প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদা, বাজার পরিদর্শন মোঃ শাহজাহান মাঝিসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া জানান, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরাতে শহরে মাইকিং করা হয়। অভিযানের পূর্বে অনেকেই স্থাপনা সরালেও যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদেরকে উচ্ছেদ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিপনীবাগ বাজারে গড়ে উঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে ফুটপাত দখল মুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান করা হবে বলে জানান প্রশাসন।
তিনি জানান, দিনের শেষ অংশে দেখা যায় যার যার অবস্থান ধরে রাখতে নেখানে খোলা আকাশের নিচে ব্যবসা পরিচালনার উদ্যোগ নিচ্ছে দখলদাররা। সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন, পৌরসভা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছে।