মতলব দক্ষিণে ১০ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব দক্ষিন থানা পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের নেতৃত্বে এবং থানার এস আই মো. কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার কালিকাপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন; কালিকাপুর গ্রামের বেপারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক বেপারী (৩৫), ফারুকের স্ত্রী রিনা বেগম ও একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে বোরহান সরকার (৩৫)।
স্থানীয় এলাকাবাসী জানান, ফারুক দীর্ঘদিন যাবত কালিকাপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার মাদক ব্যবসার কারনে এলাকার যুব সমাজ ধ্বংস হতে চলেছে। মাদকসহ তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন, ফারুক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাজাসহ ফারুক এবং আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাদক মামলায় আগামীকাল আদালতে পাঠানো হবে।