চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন এর নাম বিক্রি করে হাজীগঞ্জে চাঁদাবাজির অপরাধে হারুন অর-রশিদ সুমন নামের এক যুবকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মমিনপাড়া রোডে উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ঐ যুবককে ভূমি আইনে ৭ দিনের কারাদণ্ড দেন।
জানা যায়- হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মমিনপাড়া রোডে সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান বন্ধ করার কথা বলে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিনের নাম বিক্রি করে হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের আব্দুল মান্নানের ছেলে হারুন অর রশিদ সুমন ভুক্তভোগীদের কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন- আমরা সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় জানতে পারি সুমন নামের স্থানীয় এক যুবক জেলা প্রশাসকের নাম বিক্রি করে ভুক্তভোগীদের কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর ভূমি অপরাধ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করি।