চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে’ ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একইসাথে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এস এম জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি দাস, সহকারি শিক্ষক উত্তম কুমার রায়, মজিবুর রহমান গাজী, মোঃ আবু সায়েম।

আলোচনা সভা শেষে বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন। ২০২৫ সালে উক্ত বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।