চাঁদপুর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত রোজ প্যাটেল-২,১-এ’ পবিত্র রমজান মাস উপলক্ষে এখানকার বসবাসকারী বাসিন্দারা মহান আল্লাহ্ পাকের সন্তস্টি ও আদেশ পালন করতে গিয়ে এ টাওয়ারের নীচে ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও এখানে পবিত্র রমজানের তারাবি নামাজ আদায়ের লক্ষে নামাজ পড়ার ব্যবস্থা গ্রহন করেন, টাওয়ারের বিভিন্ন পর্যায়ের যুবকরা। তারা নামাজ, রোজা, আদায়ের মধ্যদিয়ে ২শতাধিক ধর্মপ্রান মুসলমানদের নিয়ে ইফতারের আয়োজন করেন।

সে জন্যই এ টাওয়ারে পবিত্র রমজান উপলক্ষে আজ সোমবার (১০মার্চ) বাদ আছর থেকে মাদ্রাসার ছাত্রদের দিয়ে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে এ টাওয়ারের ২শতাধিক ধর্মপ্রান মুসলমানের ইফতার করার মাধ্যমে এখানে মাদ্রাসার ছাত্র,এতিমদের উপস্থিতিতে ও সকল রোজাদাররা পবিত্র ইফতারের মধ্যদিয়ে রোজা পালন করেন।
পবিত্র এ কোনআন তেলোয়াতের মধ্যদিয়ে কোরআন খতম,মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্টান আল-আমিন একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম,আবুল খায়ের গ্রুপের এরিয়া ম্যানেজার মো: কবির হোসেন,বাবুরহাট কলেজের অধ্যাপক রোটারিয়ান মো: জাকির হোসেন,চাঁদপুর প্রেস কøাবের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী,বিশিষ্ঠ ব্যবসায়ী মো:বাবু পাটওয়ারী,বিশিষ্ঠ ব্যবসায়ী মো: হারুনুর রশিদ হারুন,বিশিষ্ঠ ঠিকাদার কাউছারুল ইসলাম, বিশিষ্ঠ ঠিকাদার মো: আফতাব হোসেন,ব্যবসায়ী আব্দুল করিম হাওলাদার,প্রান ও এসিআই পরিবেশক মো: হাসান আলী সেন্টুসহ শহরের গন্যমান ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়ায় মুনাজাত পরিচালনা করেন,মহামায়া সিনিয়র মাদ্রাসা শিক্ষক মাওলানা মো: শাকিল পাটওয়ারী।

মুনাজাতে সকল ধর্মপ্রান মুসলমানের শান্তি কামনা,দেশ জাতির কল্যান কামনা করা হয়। সকল মৃত মুসলমানের কবরে শান্তি ও মহান আল্লাহ্ পাক যেন তাদের জান্নাতবাসী করেন সে জন্য মহান আল্লাহ্ কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।
এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন,মো: আব্দুল রহিম ও মো: রাসেল তালুকদার প্রমুখ।