চাঁদপুর জেলার মধ্যে বিএনপির আন্দোলন সংগ্রামে এগিয়ে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন। এই ইউনিয়নে আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন বিএনপির এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে একধাপ এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজি। তার কারন হিসেবে তৃণমূল নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে রয়েছে তার জেল জুলুম ও ফ্যাসিস্টদের হাতে নির্যাতনের ইতিহাস। কামাল হোসেন মিজি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে রাজপথে সংগ্রাম করেছেন। সেই সময়ে তাদের দেয়া একাধিক মামলায় জেল খেটেছেন তিনি। আওয়ামীলীগ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের সন্ত্রাসীদের রুখে দিতে তার সভাপতি স্বপন মাহমুদের সহযোদ্ধা হিসেবে আন্দোলন সংগ্রাম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আওয়ামী লীগের দেয়া বহু মামলার আসামী কামাল মিজি রাজনীতির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সাথে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।
বিএনপির দুঃসময়ে দলের দিকে না তাকিয়ে ব্যক্তিগতভাবেও ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। চাঁদপুর-হাইমচরের মাটি ও মানুষের নেতা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশনায় দলের জন্য স্বার্থহীনভাবে কাজ করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তাই শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে কামাল মিজির বিকল্প নেই বলে জানান তৃণমূল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারা আরো জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাংগঠনিক তৎপরতা আরো সুসংগঠিত ও গতিশীল করতে দুঃসময়ের একজন নির্লোভ ত্যাগী নেতা কামাল মিজিকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় দেখতে চান।
এদিকে আগামী (১৩ মার্চ) শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী কামাল মিজি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গনতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের ইউনিয়ন বিএনপির সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইসহ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আমাকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।
আমি আমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে গ্রুপিং মুক্ত রাজনীতি বন্ধ সহ তৃনমূলের সকলের সহযোগিতা নিয়ে ইউনিয়নের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।