চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২৩নং পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্ধোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে ও ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মোঃ এমরানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভব রঞ্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, আশিকাটি ইউপি সদস্য মোঃ তাফাজ্জল কাজী তাফু, ২৩নং পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ সরকার, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মোঃ তাফাজ্জল হোসেন মজুমদার, আছমা আক্তার, নুরজাহান আক্তার, ফারজানা সিদ্দিকা, আকলিমা আক্তার, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় মাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল গাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।