বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে ফরিদগঞ্জে লিফলেট বিতরণ কালে উপজেলা বিএনপির সদস্য ও আল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আল আমিন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মাঝে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে নেতা-কর্মীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরন কালে তিনি আরও বলেন, আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা ফরিদগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দূর্নীতি মুক্ত একটি উপজেলা হিসেবে উপহার দেবো। ফরিদগঞ্জে কোন ফ্যাসিবাদের আস্তানা থাকবে না। যারা আমার ভাইদের হত্যা করেছে, আমাদের মা-বোনের ইজ্জত হরন করেছে এবং আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। আমার এই ফ্যাসিবাদের নিশানা ফরিদগঞ্জে রাখবো না। তারপরেও ফ্যাসিবাদের কোন সমর্থক যদি থেকে থাকেন, আশা করি আপনারা ক্ষমা চেয়ে দেশ ও জনগণের পাশে ফিরে আসবেন এবং ফ্যাসিবাদের জননী ডাকুলা শেখ হাসিনাকে বর্জন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু ভূঁইয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পাটওয়ারী, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সাহাবউদ্দিন মিজি সাবু, পাইকপাড়া দঃ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত প্রমূখ।