কচুয়ায় পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) তে স্থানীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক নং ৮২০ এর জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশপত্রে উপজেলার সাচার, বিতারা,পালাখাল মডেল,কচুয়া সদর দক্ষিন,গোহট উত্তর এ ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গনের অনুপস্থিতিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে সাচার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিতারা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলকে পালাখাল মডেল,উপজেলা সমবায় কর্মকর্তাকে কচুয়া দক্ষিন, উপজেলা কৃষি কর্মকর্তাকে গোহট উত্তর ইউনিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে গত ৫ আগস্টের পর থেকে স্বস্ব ইউনিয়ন পরিষদে এ সকল চেয়ারম্যানগন অনুপস্থিত রয়েছে। ইউনিয়ন পরিষদে জনসেবা ও সাধারন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট এক স্মারকে জারীকৃত পরিপত্র আলোকে কচুয়া উপজেলাধীন উপরোক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন অনুপস্থিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।