দেশের বিভিন্ন স্থানে নীরবে নিভৃতে প্রচার বিহীন বহু দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি, আমেরিকান প্রবাসী ও কচুয়ার কৃতিসন্তান আলহাজ¦ মোঃ শাহজাহান মিয়া তাঁর মাতা করিম জান বিবি হাফেজী মাদ্রাসার নামে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া সরদার বাড়ী সেকান্দার আলী মুন্সী ও করিম জান বিবি নূরানী হাফেজী ও এমিতখানা ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীল শাহাজাদা ইয়াছির আহমেদ সোবহানী আল ক্বাদেরী প্রধান অতিথি হিসেবে করিম জান বিবি হাফেজী মাদ্রাসার ও এতিমখানার দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ আল ক্বাদেরীর সভাপতিত্বে ও হযরত মাওলানা শামসুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব পীরে তরিকত, কুমিল্লা শাহপুর দরবার শরীফের খলিফা ইঞ্জি শামীম সাহেব, ডুমুরিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ফয়জুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ ও হানিফ মিয়া দুলাল।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সেকান্দার আলী মুন্সী ও করিম জান বিবি নূরানী হাফেজী ও এমিতখানা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাকসুদ আলী, অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল কাইয়ুম, ডুমুরিয়া শাহে মদিনা নুরানী হাফেজী মাদ্রাসার শিক্ষক মাওলানা জুনায়েদ সিদ্দিকী, গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক গোলাম গাউস, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত আলেম দ্বীন ও ইমামগণ, মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিক সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসা ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।