সৌদি আরবের ৯৪ তম স্বাধীনতা দিবস উদযাপন ও জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলায়মান হক ভুট্টু কে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেদ্দা মহানগরের একটি রেস্টুরেন্টে জেদ্দায় অবস্থানরত চাঁদপুর শরীয়তপুরের ব্যবসায়ীরা এই গণ সংবর্ধনা আয়োজন করেন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। প্রবাসীদের শ্রম ঘামে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে যাচ্ছেন, তাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সৌদি আরবে অবস্থানরত অসংখ্য প্রবাসী বাংলাদেশী অবৈধ ভাবে রয়েছে, সৌদি সরকারের সাথে কথা বলে তাদেরকে বৈধতার আওতায় আনার ব্যবস্থা করুন। তাহলে প্রবাসীদের রেমিটেন্স অনেক বৃদ্ধি পাবে।
সংবর্ধিত অতিথি জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলায়মান হক ভুট্টু বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের স্বৈরাচারীর সরকার পালাতে বাধ্য হয়েছে। ১৭ বছর দেশ-বিদেশের হাজারো মানুষ এই সরকারের জুলুম নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছে। স্বৈরাচারী সরকার বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে রেখেছে। আজকে সেই স্বৈরাচারী সরকার গণ মানুষের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।
চাঁদপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা, বিএনপির কান্দারা অঞ্চল কমিটির সভাপতি নাসির ব্যাপারীর সভাপতিত্বে ও এরশাদ প্রদানিয়া এবং নূরে আলম হেলালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খালেদিয়া অঞ্চল কমিটির সভাপতি তারেক খাঁন রিপন, বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান, বিএনপি নেতা নুর মোহাম্মদ দর্জি, জাফর ঢালী, আনোয়ার হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন বিএনপি ও যুবদল নেতা শাকিল আহমেদ, আকাশ বুলসী, ইউসুফ তাঁতি ও খোকন মাল। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মিলন আকীলা, রাওয়াজ, ক্ষুদে গানরাজের ইমরান।