এ ঘটনায় মনির (৩৮) ও জসিম (৫৫) দুই জনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনাটি ১৯ এপ্রিল মঙ্গলবার বিকালে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদাইর সর্দার বাড়ী দোকানের সামনে ঘটেছে।
হাসপাতালে আসা নিহত রতনের ভাই দিগদাইর আটখোলা বাড়ীর ফারুক হোসেন বলেন, আমার বোন আঞ্জুমা বেগমের স্বামী ভগ্নিপতি একই দিগদাইর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে শাহাদাত হোসেন (৫০), তার ভাই শাহাজান, তাদের ছেলে শাহাবউদ্দিন ও মেজো ভাইয়ের ছেলে সাদ্দাম, শরিফসহ ৭/৮ জন মিলে কুপিয়ে হত্যা করে।
নিহতের ছোট ভাই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা কারী জিলন বলেন, আমার বড় ভাই কামরুল হাসান রতন ঢাকা থেকে মিথ্যা মামলার হাজিরা দিতে বাড়ীতে আসে। ঘটনার দিন মিলাদের দাওয়াত দিতে সর্দার বাড়ী দোকানের সামনে যায়। সেখানে পূর্বপরিকল্পিত ভাবে আমার ভগ্নিপতি শাহাদাত হোসেনসহ ৭/৮ জন মিলে সাইনিজ কুড়োল দিয়ে কপিয়ে হত্যা করে। আমরা এ ঘটনার বিচার চাই।
নিহতের আপন বোন আঞ্জুমা বেগম বলেন, আমার স্বামী শাহাদাত হোসেন ঢাকা ব্যবসায়ী পূর্ব বিরোধকে কেন্দ্রকরে এ হামলা চালায়।
এদিকে হামলাকারীদের এলাকায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে এবং ময়না তদন্তের পর পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। ঘাতকদের আটকে আমাদের অভিযান চলছে।