চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা সভা শেষে উক্ত ইউনিয়নের মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে পারুল আক্তারকে সভাপতি, রুমা আক্তারকে সাধারণ সম্পাদক ও সুফিয়া আক্তারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এর আগে বিভিন্ন পর্যায়ের বিএনপি সংগঠনের অতিথিবৃন্দ ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছরিন রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট মনিরা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, আইন বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কোহিনুর বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামাল হাওলাদার, জেলা যুবদলের সাবেক সদস্য আফসার উদ্দিন রোমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম হাজী, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির হাজী, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর গাজী, যুবদল নেতা জুলহাস গাজী, সাবেক ছাত্রদল নেতা হানিফ মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, রাসেদ নিজাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।