চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন ভূঁইয়া শমেষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার, নারায়ণপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান প্রধান, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম সরকার, বিদ্যালয়ের দাতা সদস্য একেএম কবির হোসেন প্রধান, অভিভাবক সদস্য এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শাহআলম সরকার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মানিক মোল্লা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মালেক পাটোয়ারী, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজিব মজুমদার, শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম, সৈয়দ আহম্মদ, রোবানা পারভিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব মুন্সি, নারায়ণপুর পৌর সেচ্ছাসেবকদল নেতা মো. পারভেজ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাক আহম্মেদ, আঃ সাত্তার বিএসসি, মিজানুর রহমান, সমাজ সেবক আইযুব প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন মেরিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।