হাইমচরের মেঘনা নদীতে মাটি ভর্তি দুইটি বলগেট সহ বলগেটে থাকা ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদারের নেতৃত্বে উপজেলার নীলকমল ইউনিয়নের বারো তহবিল নদীর পাড় থেকে তাদের আটক করেন হাইমচর কোস্ট গার্ড।
জানাজায়, বরিশালের হিজলা উপজেলার চরাঞ্চলের মাটি কেটে মুন্সিগঞ্জের একটি ইট ভাটায় নিয়ে যায় একটি চক্র। বেশ কিছু দিন যাবত হাইমচর ও চাঁদপুরের নদী দিয়েই বলগেট ভর্তি মাটি নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ। প্রতিদিনই দিনে এবং রাতে মাটি পাচার হয় নদী পথে। নীলকমল নৌপুলিশ ফাঁড়ি একটি বলগেটও ধরতে সক্ষম হয়নি। যার ফলে নৌপুলিশ নিয়ে জনমতে রয়েছে সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিকেল ৪ টায় দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রতিনিধিকে জানান, অবৈধ মাটি বোঝাই দুইটি বলগেট উপজেলার বারো তহবিল এলাকায় নদীর পাড় নঙ্গর করা আছে। আপনারা যদি নীলকমল নৌপুলিশকে জানান তাহলে তাদের ধরতে পারবেন না। তারা নীলকম নৌপুলিশকে ম্যানেজ করে নদী দিয়ে মাটি পাচার করে।
এ মাটির বলগেট আটক করতে হলে উপজেলা নির্বাহী অফিসার এবং কোস্ট গার্ড আসলে ধরতে পারবেন। এ প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিষয়টি জানালে তিনি কোস্ট গার্ডের সাথে আলাপ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদারকে অভিযানে পাঠান। তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে দুইটি বলগেট সহ ৯ জনকে আটক করে চাঁদপুর কোস্ট গার্ড নিকট নিয়ে যায়।
হাইমচর কোস্ট গার্ড সিসি আব্দুস সামাদ জানান, আমরা মাটিসহ দুইটি বলগেট আটক করেছি। এগুলো নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন নদীতে আছি। চাঁদপুরর কোস্ট গার্ড কমান্ডারের নিকট সকল তথ্য দেয়া আছে আপনারা সেখান থেকে তথ্য নিয়ে নেন।
চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার ল্যাফটেনেন্ট আহসান জানান, মাটি ভর্তি দুইটি বলগেটসহ ৯ জনকে আটক করা হয়েছে। তারা এখনো চাঁদপুর এসে পৌছে না। আমাদের কাছে আসলে আমরা তাদের যাচাই বাচাই করে নৌপুলিশের কাছে হস্তান্তর করবো।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা নদীতে অভিযান পরিচালনা করে মাটি সহ দুইটি বলগেট ও ৯ জনকে আটক করেছি। বলগেটস আটককৃতদের চাঁদপুর কোস্ট গার্ড নিকট প্রেরণ করা হয়েছে।