হাইমচর প্রেসক্লাবের মাধ্যমে উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব আহবায়ক ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।
এসময় উপজেলার শতাব্দী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সদস্য হাসান আল মামুন, জাহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কবির হোসেন কোতোয়াল, আবুল কালাম আজাদ রাসেল, শিমুল অধিকারী সুমনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।