‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগান কে সামনে রেখে হেমন্তের পড়ন্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার চরমাছুয়া ঈদাগাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ. জালাল উদ্দিন।
ড. জালাল বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্ণামেন্ট। এ এলাকার মানুষ ছিল ফুটবলপ্রেমী।
তিনি আরো বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।
ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তপাদার, আকতার হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মুরাদ হোসেন বেপারী, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু, জেলা যুবদলের সদস্য মমিন প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল গাজী।
নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে হাজীপুর ফুটবল একাদশ আমিরাবাদ ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
হাজীপুর ফুটবল একাদশের দায়িত্বে ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অপু ও আমিরাবাদ ফুটবল একাদশের দায়িত্বে ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হোসেন গাজী।
পরে প্রধান অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।