শাহরাস্তিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও শাহরাস্তি উপজেলা প্রশাসনের পরিষদ (বিসিএসআইআর) আয়োজনে মিলনায়তনের (নতুন) ভবনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
তিনি বক্তব্য বলেন, প্রযুক্তি শুধু উদ্ভাবন করলে হবে না সেটি যেন টেকসই হয়। একই সঙ্গে উদ্ভাবন পদ্ধতিটি মানব কল্যাণের জন্য উপকার বয়ে আনে সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, আজকে বিজ্ঞান সম্মত যে বিষয়বস্তু গুলো চমৎকারভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিবেন। এতে দেশ এবং আগামী প্রজন্ম উপকৃত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আশরাফুল আলম ও নাতাশা নাফিসা হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল বাসার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, শাহরাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, খাদ্য গুদামের প্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা তুলুসি দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ,এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া বিভিন্ন উদ্ভাবনী পণ্য সহ ৬ টি স্টল প্রদর্শিত হয়।
এতে বিসিএসআইআর ১ টি স্টল অংশ গ্রহন করে।