চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা পৌর ছাত্রদলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ইং রোজ রবিবার, দক্ষিণ নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি পৌর ছাত্রদলের সদস্য মোঃ শাহাদাত হোসেন ও মোঃ জহির হোসেনের যৌথ সঞ্চালনায় শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আদনান নোমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাসেল ইসলাম সুজন, পৌর ৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি হাজী মোঃ মহিন উদ্দিন, ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন, ছাত্রদলের মূল নীতি শিক্ষা, ঐক্য ও প্রগতি। প্রথম ধাপ শিক্ষা নিয়ে কাজ করলো শাহরাস্তি পৌর ছাত্রদল। কোমলমতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শকে তারা (শাহরাস্তি পৌর ছাত্রদল) শুধু মুখে নয়, বাস্তবেও পালন করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত ছাত্রদলের উত্তরসূরী হিসেবে শাহরাস্তি পৌর ছাত্রদল সামাজিক কাজগুলোতে সব সময় এগিয়ে থাকে।