ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে অফিসের কার্যক্রম শুরু করেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির তার অফিস কক্ষে বসার পূর্বে মিলাদ ও দোয়ার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, পিজি হাসপাতালে সিনিয়র প্রফেসর ও বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি ডাঃ তসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা সুপার মাওলানা মোঃ মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা নুরের রহমান সুমন, রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল কারি, আরিফ হোসেন, বাপ্পী, ফয়সাল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমান।