মোঃ মহসিন হোসাইনঃ চাঁদপুরের কচুয়ায় উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায, দেশ গড়বো সমাজসেবায় এইস্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্পকর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ ও নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার বিকালে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলাসমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১১ জন ভিক্ষুককে গরু, ব্যাটারি চালিত
মিশুক, এবং সংসারের অভাব অনটন নিরসনে বাণিজ্যিকভাবে বিক্রয় করার জন্যবিভিন্ন রকমের মুদি মালামাল প্রদান করা হয়। উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর,এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিক্ষার মতো নিচু শ্রেণির পেশা থেকে পিছিয়ে পড়া মানুষদের পুর্নবাসন করার লক্ষেপ্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করেছেন। যারা প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো যথাযথ ও সঠিক ভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলবেন তাদেরকে আরো সহায়তা প্রদান করা হবে আর যারা তা করবে না পরবর্তি সুবিধাগুলো তাদের কাছ থেকে নিয়ে অন্য ভিক্ষুকদের প্রদান করা হবে। শুধু তাই নয় এই কাজে নিয়োজিত মানুষরা সুবিধাভোগী এই ভিক্ষুকদের সকল কিছু নিয়মিত মনিটরিং করবেন এবং পরিবর্তিতে তাদের পজেটিভ প্রতিবেদনের মাধ্যমে
তাদেরকে আরো সহযোগিতা প্রদান করা হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী চান না দেশে একজন ভিক্ষুকও ভিক্ষাবৃত্তি পেশায় যুক্ত থাকুক। তাই তিনি এই ধরনের মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন।
এ সময় উপজেলা নির্বাহী মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, প্রমূখ।
