চাঁদপুরের হাইমচর উপজেলায় বিশেষ অভিযানে ২৪৭০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো মো. আ. বারেক খাঁ (৩৫)।
হাইমচর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় মাদক বিক্রির চেষ্টাকালে মো. আ. বারেক খাঁকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ২৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৪১ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বারেকের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সুমন বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’