দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে কেক কাটা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর’র ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফখরুল আহমেদ ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সহ-সভাপতি এম কে মানিক পাঠান, এ কে এম সালাহউদ্দিন, মশিউর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, এস এম ইকবাল, শিমুল হাছান, সাকিল হাসান, গাজী মমিন, মামুন হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর তার জন্মলগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলে আসছে। গণমাধ্যমে যদি আমজনতার হৃদয়ের কথা প্রতিফলিত হয়, তবে সরকার থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়া কেউই দায় এড়াতে পারে না। বিগত জুলাই বিপ্লবেও যুগান্তর তার সেই দায় থেকেই গণমানুষের পাশে ছিলো।

যুগান্তরসহ প্রকৃত গণমাধ্যমগুলো আমাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহ যোগায়। আজকে এই রজত জয়ন্তী উৎসবে কেক কাটার বাইরে সমাজের অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদানের মাধ্যমে বড় একটি উদাহরণ সৃষ্টি হলো। এজন্য যুগান্তর স্বজন সমাবেশ ও মকবুল স্মৃতি সংসদ কৃতিত্ব পাওয়ার দাবীদার। এটিই নতুন পানিতে সফরের বড় একটি দৃষ্টান্ত।
আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে কেক কেটে অতিথিবৃন্দ রজত জয়ন্তী পালন করেন।