বন্ধু মানে তুই আমি তোরা, বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা।
রুপালি চাঁদপুরের ব্যানারে প্রতি বছরের ন্যায় এবার ও সকল বন্ধুদের নিয়ে শুক্রবার (৩১জানুয়ারী) নরসিংদির ড্রিম হলিডে পার্কে আনন্দ ভ্রমনের আয়জন করা হয়।দেশের বিভিন্ন প্রান্তে ছরিয়ে ছিটিয়ে থাকা রুপালী চাঁদপুরের সকল বন্ধুরা ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে।
ভোর ৬টায় বাসযোগ চাঁদপুর ত্যাগ করে দুপুর ১২ টায় পৌছে দিনভর আনন্দ উল্যাসর দিনটি উপভোগ করে।
এসময়ে নরসিংদির ড্রিম হলিডে পার্কের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে অবলোকন করা হয়।
দুপুরের মধ্যাহ্নভোজের পর কিছু সময় বিরতির পর ভ্রমনকে স্মৃতির এ্যালবামে ধরে রাখার জন্য ফটোশেসন করে।পরে রুপালি চাঁদপুরের সকল সদস্য এক বৈঠকে মিলিত হয়।
এ সময় বন্ধুরা জানান, রূপালী চাঁদপুরের ব্যানারে আমরা যে যেখানেই থাকি প্রতিবছর আমাদের এই মিলন মেলা অব্যাহত থাকবে। এবং আমরা বন্ধুদের বিপদে-আপদে সকলেই একত্রিত হয়ে সবসময় একে অপরের পাশে থাকবো।
এবারের এই ভ্রমন সত্যিই আনন্দদায়ক হয়েছে যা মনে রাখার মত।দিনভর এই আয়োজন সম্পন্ন করে বিকেলে ড্রিম হলিডে পার্ক ত্যাগ করে হয়।
এই আয়োজনের দায়িত্বে ছিলেন, রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন,সাধারন সম্পাদক নুর হোসেন নুরু,সহ-সভাপতি নুরুল আমিন খাঁন আকাশ, যুবায়ের আলম (বাপ্পি) যুগ্ম সম্পাদক নুরে আলম রিপন,গিয়াস উদ্দিন মিন্টু,সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলন,ক্রীড়া সম্পাদক মিন্টু বকাউল,সহ সাংগঠনিক সম্পাদক সুজন আখন্দ,মিজান লিটন,গাউছুল আজমসহ রুপালী চাঁদপুরের সকল বন্ধুগন।
পরিশেষে দিনব্যাপি এই আয়জনের সুন্দর পরিসমাপ্তি ঘটে।