হাইমচরে বেপরোয়া অটো কেড়ে নিল ৮ বছর বয়সী শিশু সোহানের প্রাণ।
হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের ৫৫ নং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ছাত্র নিজ স্কুলের সামনে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে নিহত হয়। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সোমবার দুপুর ১২ ঘটিকায় চাঁদপুর হাইমচর সড়কে অটো রিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়ে শিশুটি মৃত্যু বরণ করে। শিশুটি মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর একমাত্র ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাজায়, খেলার চলে শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে চলে যায়। রাস্তার পাশেই শিশুটি খেলা করতে ছিল। দ্রুত গতির একটি অটো রাস্তার মোড় ঘরাতে গিয়ে উল্টে পড়ে অটোর নিছে শিশুটি চাপা পরে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করেন। চাঁদপুর সদর হাসপাতালে শিশুটিকে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দূর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে এবং পিঠে গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হয়। শিশুটির খিচুনি উঠে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করি।
হাইমচর থানা দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমীর জানান, অটোর সাথে সড়ক দূর্ঘটনায় এক শিশুর নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।