মতলব উত্তর ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ষাটনল ইউনিয়নের জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন ভিজিটাল সেন্টারের পরিচালক জহিরুল হাসান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষাটনল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য নূরুল আজাদ, উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।