চাঁদপুরের শাহরাস্তিতে একটি ছাগল সহ দুই চোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গত রবিবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন হোসেনপুর এলাকার মাজারগামী সড়কস্থ রফিকুল ইসলাম এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২ জন চোরকে আটক করা হয়।
ঐ সময় তাহাদের হেফাজতে থাকা প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১টি কালো ও সাদা রংয়ের ছাগল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা উপজেলার মধ্য সেনগাঁও চৌকিদার বাড়ির আবুল খায়েরের ছেলে নয়ন হোসেন (২৪) ও একই এলাকার কালু বেপারী বাড়ির মোঃ সেলিনের ছেলে মোঃ রিয়াদ (১৬)।
আটককৃত আসামীদের বিরুদ্ধে একইদিন ৪১৩ ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।