এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ হোসেনকে বিজয়ী করার ব্যাপক গনসংযোগ করা হয়েছে।
২৭ ডিসেম্বর সোমবার বিকেলে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ পারভেজ হোসেন নেতা-কর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আইটপাড়া এলাকায় উক্ত গনসংযোগ করেছেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেন বলেন, আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং গ্রামকে শহরে রুপান্তরিত করতে আগামী ৫ জানুয়ারী নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করুন।
গনসংযোগে কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শফিউল আযম শুকু পাটওয়ারী, আ’লীগ নেতা পংকজ শর্মা, হান্নান মিজি, যুবলীগ নেতা কামাল হোসেন, মোঃ মহসিন প্রমূখ।