গাজী মোঃ মহসিন
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিসে কর্মচারী কোহিনুর আক্তারের রম রমা ঘুষ দূর্নীতি রসের হাড়িতে পরিনত হয়েছে। চতুর্থ শ্রেনীর কর্মচারী অফিস সহায়ক (পিয়ন) কুহিনুর আক্তার নিজেই সেবা প্রত্যাশীদের কাছ থেকে নামজারী বাবদ সাত হাজার থেকে পনের হাজার টাকা পর্যন্ত গ্রহন করছেন।
সরকার ভূমি অফিসের ঘুষ দুর্নীতির বন্ধে ভূমি অফিসকে ডিজিটালাইজেশন সহ বিভিন্ন কর্মকান্ড গ্রহন করছেন চাঁদপুর জেলা শহারের নাকের ডগায় একটি ভূমি অফিসে চতুর্থ শ্রেনীর কর্মচারী হয়েও এমন দূর্নীতি কতটুকু দুঃসাহীকতার পরিচয়।
সম্প্রীতি এমন একটি ভিডিও সরাসরি দৈনিক চাঁদপুর প্রবাহের কাছে এসে পৌছিয়েছে হয়েছে। ভিডিওতে দেখা যায় কুহিনুর আক্তার তরপুরচন্ডী ভূমি অফিসে বসে এক সেব প্রত্যাশীর কাছ থেকে অতিরিক্ত নগদ টাকা গ্রহন করছেন।
জানা যায় অফিস সহায়ক কুহিনুর আক্তার এই অফিসে খতিয়ানের তথ্যসহ বিভিন্ন তথ্য প্রাচার করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা গ্রহন করেন।
একটি সুত্র থেকে জানা যায় অফিস সহায়ক হয়েও তিনি সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তার আত্মীয় বলে বিভিন্ন জনকে বিভিন্ন সুবিধা পাইয়ে দিবেন বলেও অনেকের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহন করেছেন।
সুত্র আরও জানায় তিনি নিজ নামে ও বিভিন্ন নামে তার অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। এছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিএসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছে।
এই বিষয়ে তরপুরচন্ডী ভুমি কর্মকর্তা ইমাম হোসেন জানান, অফিস সহায়কের ঘুষ লেনদেনের বিষয়টি তিনি জানেন না। তিনি ব্যাক্তিগত এই বিষয়ে মন্তব্য করতে নারাজ।
এই বিষয়ে অফিস সহায়ক কুহিনুর আক্তার সাথে এবিষয়ে কথা বলতে তিনি কোন বলতে রাজি হননি ও সাংবাদিককে এড়িয়ে যান এবং তার স্বামী পরিচয়ে মোবাইলে সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করেন ও সাংবাদিকে দেকে নেওয়ার হুমকি দেন।