ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

এস এম ইকবাল : উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে ২৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ঐ বাড়ির লোকজন। অভিয্ক্তু শাহ্ আলম (৫৫) এর বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।

Model Hospital

ঘটনার বিবরনে জানা যায়, শাহ্ আলম তার বাড়ির ঐ মেয়েটির সাথে বিগত মাস খানেক ধরে মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। সুযোগ ফেলেই সে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে। কথায় আছে ‘দশদিন চোরের একদিন গিরস্তের’।

১ নভেম্বর মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শাহ্ আলম তার ভাইয়ের খালি বাড়িতে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষন করার সময় এ দৃশ্য দেখে পেলে তার ভাবী। এ দৃশ্য দেখাতে শাহ্ আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ডেকে নিয়ে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে শাহ্ আলম পালিয়ে যায়। ফাতেমা বেগম স্বামীকে না পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে ইচ্ছে মতো মারধর করে। মেরে তার হাতে পিটে দাগ পেলে দেয়। প্রতিবন্ধী মেয়েটিকে মারার ঘটনা অস্বীকার করে ফাতেমা বেগম বলেন- এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের শিকার মেয়েটি বার বার বলছেন- ফাতেমা আমাকে অনেক মেরেছে। আমার গলা টিপে ধরেছে এবং শাহ্ আলম আমার ইজ্জত নষ্ট করেছে।

প্রতিবন্ধীর মা সাংবাদিকদের বলেন, ‘এই লম্পট আমার প্রতিবন্ধী মেয়েটির সর্বনাশ করেছে। তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর কিছু করতে পারে না, কিন্তু আমার মেয়েকে মেরে কী করেছে দেখেন। এই বাড়িতে শাহ্ আলম আরো ঘটনা ঘটিয়েছে।’ থানায় অভিযোগ করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘বাবা ২৩ দিন আগে আমার ছেলে আবু সায়েদ (২০) সৌদি আরবে মারা যায়। আমি মানসিকভাবে ভালো নেই। তার উপর এই ঘটনা। আমার স্বামীও বিদেশে। সংসারে কোনো পুরুষ নেই। থানা পুলিশ আমি বুঝি না। কে করবে এই জামেলা?’

এদিকে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া এবং বাড়ির লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বাড়ির লোকজনের বক্তব্য মেম্বারসাব আজ (২নভেম্বর) রাতে সমাধানের লক্ষ্যে বাড়িতে বসবেন। সরেজমিনে গিয়ে অভিযুক্তকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযুক্ত শাহ্ আলমের পরিবারের সাথে করে ধর্ষিত ঐ নারীর পরিবারকে চাপ প্রয়োগের মাধ্যমে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করছেন।

সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ধর্ষনের শিকার প্রতিবন্ধী মেয়েটির মাকে বলেছি- এটা আমাদের কাজ নয়। আপনারা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর রশিদ জানান, ধর্ষনের বিষয়টি আমি জানিনা। প্রতিবন্ধী মেয়েটিকে মেরেছে শুনেছি। কি কারনে মেরেছে বিষয়টি স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম ও হাসিনা আক্তারকে দায়িত্ব দিয়েছি। তারা এখনো আমায় বিষয়টি জানাননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানবকন্ঠের মতলব দক্ষিণ প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব

ফরিদগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

এস এম ইকবাল : উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে ২৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ঐ বাড়ির লোকজন। অভিয্ক্তু শাহ্ আলম (৫৫) এর বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।

Model Hospital

ঘটনার বিবরনে জানা যায়, শাহ্ আলম তার বাড়ির ঐ মেয়েটির সাথে বিগত মাস খানেক ধরে মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। সুযোগ ফেলেই সে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে। কথায় আছে ‘দশদিন চোরের একদিন গিরস্তের’।

১ নভেম্বর মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শাহ্ আলম তার ভাইয়ের খালি বাড়িতে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষন করার সময় এ দৃশ্য দেখে পেলে তার ভাবী। এ দৃশ্য দেখাতে শাহ্ আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ডেকে নিয়ে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে শাহ্ আলম পালিয়ে যায়। ফাতেমা বেগম স্বামীকে না পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে ইচ্ছে মতো মারধর করে। মেরে তার হাতে পিটে দাগ পেলে দেয়। প্রতিবন্ধী মেয়েটিকে মারার ঘটনা অস্বীকার করে ফাতেমা বেগম বলেন- এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের শিকার মেয়েটি বার বার বলছেন- ফাতেমা আমাকে অনেক মেরেছে। আমার গলা টিপে ধরেছে এবং শাহ্ আলম আমার ইজ্জত নষ্ট করেছে।

প্রতিবন্ধীর মা সাংবাদিকদের বলেন, ‘এই লম্পট আমার প্রতিবন্ধী মেয়েটির সর্বনাশ করেছে। তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর কিছু করতে পারে না, কিন্তু আমার মেয়েকে মেরে কী করেছে দেখেন। এই বাড়িতে শাহ্ আলম আরো ঘটনা ঘটিয়েছে।’ থানায় অভিযোগ করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘বাবা ২৩ দিন আগে আমার ছেলে আবু সায়েদ (২০) সৌদি আরবে মারা যায়। আমি মানসিকভাবে ভালো নেই। তার উপর এই ঘটনা। আমার স্বামীও বিদেশে। সংসারে কোনো পুরুষ নেই। থানা পুলিশ আমি বুঝি না। কে করবে এই জামেলা?’

এদিকে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া এবং বাড়ির লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বাড়ির লোকজনের বক্তব্য মেম্বারসাব আজ (২নভেম্বর) রাতে সমাধানের লক্ষ্যে বাড়িতে বসবেন। সরেজমিনে গিয়ে অভিযুক্তকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযুক্ত শাহ্ আলমের পরিবারের সাথে করে ধর্ষিত ঐ নারীর পরিবারকে চাপ প্রয়োগের মাধ্যমে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করছেন।

সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ধর্ষনের শিকার প্রতিবন্ধী মেয়েটির মাকে বলেছি- এটা আমাদের কাজ নয়। আপনারা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর রশিদ জানান, ধর্ষনের বিষয়টি আমি জানিনা। প্রতিবন্ধী মেয়েটিকে মেরেছে শুনেছি। কি কারনে মেরেছে বিষয়টি স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম ও হাসিনা আক্তারকে দায়িত্ব দিয়েছি। তারা এখনো আমায় বিষয়টি জানাননি।