স্টাফ রিপোর্টার : আগামী ১৫ অক্টোবর চাঁদপুরে নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ও এফডিসির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আগমন উপলক্ষে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি মূলকসভা গতকাল ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
স্হানীয় ক্যাফে কর্নারের চতুর্থ তলায় বিকেলে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি এমএ লতিফ। সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল।
সভায় চাঁদপুরের ট্রাফিক প্রশাসন, বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সবাই বক্তব্য রাখেন, চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম, বিআরটিএর কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন,শ্রমিক নেতা নাসির উদ্দিন সহ বিভিন্ন যানবাহনের শ্রমিক নেতারা।
উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ।
সভায় আগামী ১৫ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের চাঁদপুরে আগমন সফল করার জন্য সবাই একমত পোষণ করেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।