মো. মাসুদ রানা : শাহরাস্তিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। শনিবার (২৪-সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স মসজিদ সংলগ্ন পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
ওইদিন ২০২২ – ২৩ অর্থবছরের আওতায় রাজস্ব খাতের সরকারি অভ্যন্তরীণ জলাশয়ে প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে উপজেলা মৎস্য অফিসার তৌসিফ উদ্দিনের সার্বিক সহযোগিতায় এ মাছের পোনা অবমুক্ত করনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, বিভাগীয় পরিচালক চট্টগ্রাম বিভাগ মৎস্য অধিদপ্তরের মোঃ আব্দুস সাত্তার, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, জেলা মৎস্য কর্মকর্ত মো. গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল মান্নান, উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান,উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব,উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে শাহরাস্তি পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ন আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহীন, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌরসভা আ’লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী,টামটা উত্তর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মজুমদার, ছাত্রলীগ নেতা ইমরান মনির, মহিলা আ’লীগের নেত্রী জাহানারা ইমাম, আলীগের মহিলা নেত্রী রাবেয়া বসরি বকুল। উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের এই মাছের পোনা অবমুক্ত করণের সর্বনিম্ন দরদাতা হিসেবে সুভাষ চন্দ্র দাস এই পোনা মাছ সরবরাহ করেন। ওই দিনে নির্বাচিত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে এই পোনা মাছ অবমুক্ত করনের কথা রয়েছে।