শাহরাস্তির প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন, আমি এই জনপদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন, আমি যতদূর জেনেছি, এই এলাকার মানুষ শান্তিপ্রিয় এবং গণমাধ্যম কর্মীরাও প্রশাসন বান্ধব।
তিনি আরও বলেন, আপনারা সহযোগিতা অব্যাহত রাখলে আমি একটি সুন্দর শাহরাস্তি উপহার দিতে সক্ষম হব। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে তার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
পরে উপস্থিত গণমাধ্যমকর্মীরা একে একে সকলের কর্মরত পত্রিকা ও ব্যক্তিগত পরিচয় তুলে ধরেন এবং শাহরাস্তি উপজেলার সমসাময়িক ঘটনাপ্রবাহের ভিত্তিতে আলোচনা করেন।
তিনি ধৈর্য সহকারে সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরি সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, মো: রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত, মাহবুব হাসান বাবলু, মো: নুরে আলম, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, শামীম আহমেদ, মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।