মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নে শোভাইরকান্দি প্রিমিয়ার লিগ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার শোভাইরকান্দি খেলার মাঠে ফাইনাল খেলার পুরস্কার দেন মতলব উত্তর উপজেলা শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান মাসুদ। শোভাইরকান্দি কিংস হারিয়ে শোভাইরকান্দি ফাইটার্স চ্যাম্পিয়ন হয়।
খেলার উদ্বোধন করেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন। সারোয়ার আলমগীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মফিজ উদ্দিন মোল্লা স্বপ্ন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন বেপারী, মিজানুর রহমান বাচ্চু মুন্সী, আলহাজ্ব টিপু মোতালেব, তানভীর আহমেদ মামুন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্তার বেপারী, শিপলু শিকদার, মনির হোসেন মেম্বার, মিজা প্রমুখ।