চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, বিএনপির কিছু নামধারী লোককে ব্যবহার করে বিএনপিকে বিতর্কীত করার জন্য এবং বিএনপির ইমেজ ক্ষুন্ন করার জন্য নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। যারা বিভিন্ন কেলেঙ্কারীর সাথে সম্পৃক্ত হয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি এবং দখলবাজিতে নিজেদের নাম লিখাবেন। তাদের ঠিকানা বিএনপিতে হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

রবিবার (১৬ মার্চ) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার কাজিয়ারা এলাকায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শুক্কুর পাটোয়ারি আরও বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীদের বিনয়ী ব্যবহার দিয়ে জনগনের মন জয় করতে হবে। আমি এই বৃহত্তর মতলবের ছাত্রদল ও যুবদল করেছি। আজকে ৪৫ বছর যাবত এই দল করে আসছি। এমন কোন লোক নেই যে বলতে পারবেন আমি এক টাকার চাঁদাবাজি করেছি এবং আমার কোন অনুসারী চাঁদাবাজি ও দখলবাজির সাথে জরিত রয়েছে। যদি কোন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসে তবে অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পরও দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এম এ শুক্কুর পাটোয়ারী আরও বলেন, সঠিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে দায়মুক্তি দিতে হবে। জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে বিএনপি বর্তমান অবস্থায় এসেছে। তাই বিএনপিকে নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। তাহলে পরিনাম ভালো হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন।

ইফতার মাহফিলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল আরমানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফজলুর রহমান প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্দ্য, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হোসাইন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রুবেল।
এসময় আরও বক্তব্য রাখেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রহমান, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মজুমদার, জয়নুল আবেদীন শিশির, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা এসএম মোরশেদ, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, বিএনপি নেতা আবুল হোসেন, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, মো. ওয়াছিউদ্দিন, সোহেল ঢালী, মহসিন ঢালী, সাবেক ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সোহাগ, আবু বক্কর বেপারী, আলী হাসান অপু, রাসেল আহম্মেদ বাবু, সুজন রানা, জিসান মৃধা, মতলব পৌর ছাত্রনেতা সানজারী সরকারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।