ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেড় যুগ পর শাহরাস্তিতে বড় পরিসরে জামায়াতের কর্মী সম্মেলন

প্রায় দেড় যুগ পর ১১ জানুয়ারী (শনিবার) চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শাহরাস্তির নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কালিবাড়ি মাঠ প্রাঙ্গণে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলা জুড়ে। পথে পথে লেগেছে পোস্টার-ব্যানার। মহাসড়কের উপরেও উড়ছে ব্যানার ফেস্টুন। দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মসূচি করায় নেতারা যেমন আনন্দিত, অংশগ্রহণ করবার প্রত্যাশায় উচ্ছ্বসিত কর্মীরাও।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনও কর্মী সম্মেলন করতে পারেনি শাহরাস্তিতে। তখন ছোট পরিসরে তাদের সাংগঠনিক কাজ চালিয়েছে সংগঠনটি। গণঅভ্যুত্থানের পর গত বছরের শেষ কয়েক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকাশ্যে কর্মী সম্মেলন কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আগামী ১১ জানুয়ারী শনিবার দলটি নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কালিবাড়ি  ময়দানে উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনের কর্মসূচি করবে দলটি।
ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানজুড়ে বাঁশের ছড়াছড়ি। মঞ্চ নির্মাণের সর্বশেষ কাজ করছেন শ্রমিকরা। অনেকে ব্যানার-পোস্টার লাগাতেও ব্যস্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোস্তফা কামাল বলেন, ‘ প্রায় ১৭/১৮ বছর পর সম্মেলন হচ্ছে। কর্মীরা আবেগাপ্লুত। গত ১৭ বছরে অনেক শহীদ ভাইকে হারিয়েছি। জামায়াতে ইসলামী তার কঠিন সময় পার করে আজ দীর্ঘ সময় পর শাহরাস্তিতে কর্মী সম্মেলন করবে। স্বাভাবিকভাবেই মানুষের মনে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা প্রশাসন ও শাহরাস্তির মানুষের কাছে সহযোগিতা চাই যেন শান্তিপূর্ণভাবে আমাদের এই সম্মেলন সমাপ্ত করতে পারি।’
আগামী ১১ জানুয়ারীর কর্মী সম্মেলনে আরও উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, চাঁদপুর জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর আবদুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর মাসুদুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিন এর সহকারী সেক্রেটারি মু.কামাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহ সেক্রেটারি মু. জামাল হোসাইন, জেলা সেক্রেটারি এড.শাহজাহান মিয়া, সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
ট্যাগস :

মতলবব উত্তরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী যাত্রা বিজয় বসন্ত

দেড় যুগ পর শাহরাস্তিতে বড় পরিসরে জামায়াতের কর্মী সম্মেলন

আপডেট সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
প্রায় দেড় যুগ পর ১১ জানুয়ারী (শনিবার) চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শাহরাস্তির নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কালিবাড়ি মাঠ প্রাঙ্গণে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলা জুড়ে। পথে পথে লেগেছে পোস্টার-ব্যানার। মহাসড়কের উপরেও উড়ছে ব্যানার ফেস্টুন। দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মসূচি করায় নেতারা যেমন আনন্দিত, অংশগ্রহণ করবার প্রত্যাশায় উচ্ছ্বসিত কর্মীরাও।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনও কর্মী সম্মেলন করতে পারেনি শাহরাস্তিতে। তখন ছোট পরিসরে তাদের সাংগঠনিক কাজ চালিয়েছে সংগঠনটি। গণঅভ্যুত্থানের পর গত বছরের শেষ কয়েক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকাশ্যে কর্মী সম্মেলন কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আগামী ১১ জানুয়ারী শনিবার দলটি নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কালিবাড়ি  ময়দানে উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনের কর্মসূচি করবে দলটি।
ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানজুড়ে বাঁশের ছড়াছড়ি। মঞ্চ নির্মাণের সর্বশেষ কাজ করছেন শ্রমিকরা। অনেকে ব্যানার-পোস্টার লাগাতেও ব্যস্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোস্তফা কামাল বলেন, ‘ প্রায় ১৭/১৮ বছর পর সম্মেলন হচ্ছে। কর্মীরা আবেগাপ্লুত। গত ১৭ বছরে অনেক শহীদ ভাইকে হারিয়েছি। জামায়াতে ইসলামী তার কঠিন সময় পার করে আজ দীর্ঘ সময় পর শাহরাস্তিতে কর্মী সম্মেলন করবে। স্বাভাবিকভাবেই মানুষের মনে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা প্রশাসন ও শাহরাস্তির মানুষের কাছে সহযোগিতা চাই যেন শান্তিপূর্ণভাবে আমাদের এই সম্মেলন সমাপ্ত করতে পারি।’
আগামী ১১ জানুয়ারীর কর্মী সম্মেলনে আরও উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, চাঁদপুর জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর আবদুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর মাসুদুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিন এর সহকারী সেক্রেটারি মু.কামাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহ সেক্রেটারি মু. জামাল হোসাইন, জেলা সেক্রেটারি এড.শাহজাহান মিয়া, সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।