বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের কার্যালয়টিতে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি ধূলিস্যাৎ করে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়ে, শুক্রবার রাতে শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের সাহায্য ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়।
এ সময় উপস্থিত শতাধিক শিক্ষার্থী নেচে-গেয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী বলেন, ‘এর মাধ্যমে বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতেই ক্যাম্পাসে তাদের কবর রচিত হলো। যে বা যারা ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রক্টর অফিসেই ছিলাম। এ ঘটনার ব্যাপারে আমি জানতাম না। ছাত্রলীগের কেউ কোনো অভিযোগও করেনি।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে সব স্থাপনাই বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নষ্ট করার অধিকার কেউ রাখে না।