জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ফেনী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন এবং ফেনী জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দের সহযোগিতায় শহরের রেলওয়ে স্টেশন, সড়কের ফুটপাত সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময়, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হৃদয় বলেন, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা ফরিদপুরী (রহ) ছাহেব এর মহান শিক্ষা এবং জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশেই আমরা আর্ত মানবতার কল্যাণে কাজ করছি।
আমরা যদি গভীর রাতে রাস্তায় বের না হতাম তাহলে মানুষের দুঃখ দুর্দশার কথা জানতেও পারতাম না। আমরা আরাম করে ঘুমাই কিন্তু ফুটপাত ও রেলওয়ে স্টেশনে যারা থাকেন তারাও তো আমাদের ভাই আমাদেরই বোন। আমি সকলের প্রতি উদাত্ত আহবান জানাই আপনারা স্ব স্ব অবস্থান থেকে গরীব দুখী মানুষের পাশে দাঁড়ান।
মানবতার কল্যাণে কাজ করে যে মানসিক প্রশান্তি অনুভব করা সম্ভব তা অন্য কিছুতেই আসবে না।
আমরা সকলের দোয়া চাই যেন আমরা আজীবন এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াতে পারি।