নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৫ জানুয়ারী শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে অনুয়া স্মৃতি সংসদ মিলনায়তনে দিনব্যাপী ৩টি অধিবেশনে বিভিন্ন স্বেচ্ছাসবী সংগঠনকে সম্মাননা প্রদান, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উৎসব পালন করে প্রজ্জ্বলন পরিবার।
প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনিম এর সভাপতিত্বে ও পরিচালক শামীম হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সমাজসেবক লায়ন মাহমুদুল হাসান খাঁন ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাছির উদ্দিন পাঠান, পৌর সভার কমিশনার জাকির হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস.এম ইকবাল হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ক্রীড়া সংগঠক জিয়ার রহমান জিয়া প্রমুখ।
সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎকে রাঙানোর স্বপ্ন নিয়ে দিন ব্যাপী অনুষ্ঠানে সহযোগীতা করেন, প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রনি, জাহিদুল ইসলাম রাসেল, সাকিব আহাম্মেদ,মেঘলা রহমান, তাহসিন মিলন, লাভলী আক্তার, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মোশারফ প্রমূখ।