নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা তা’লীমূল কুরআন নূরানী হাফেজি সুন্নি মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রী ও ভালোভাবে পাঠদান করায় শিক্ষকদের পুরস্কার বিতরনী সভা এবং সবক অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত পুরস্কার বিতরনী সভা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুল মমিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ইয়াসিনের পরিচালনায় বক্তব্য রাখেন ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাওলানা আবদুল জলিল, কোষাধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, হিফজ্ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আজিজ, সমাজ সেবক আলী হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এস. এম ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার দাতা সদস্য শাহ আলম বেপারী, সমাজ সেবক শফিকুর রহমান, আলী আহাম্মদ বেপারী, মাওলানা আবু তাহের, আবু ইউছুফ, আব্দুল হাকিম, ইমান হোসেন মজুমদার, আমজাদ হোসেন খান, হাবিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্যঃ মাদ্রাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত এ অঞ্চলের শিক্ষার আলো বিস্তারে ভূমিকা পালন করে আসছে।