ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গান, আবৃত্তি ও বাঁশির সুরে কবি রফিকুজ্জামান রণির জন্মদিন পালন

স্টাফ রির্পোটার : চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে পালিত হলো দেশের জনপ্রিয় তরুণ কবি রফিকুজ্জামান রণির জন্মদিন। শক্তিমান বংশিবাদক বেলালের মনোমুগ্ধকর বাঁশির সুরে সুরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

Model Hospital

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর চাঁদপুরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে বাঁশি, গান, আবৃত্তি ও আলোচনাসভাসহ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও কবি সজীব মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রফিকুজ্জামান রণির গর্ভধারিণী মা লাভলী জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খান, গীতিকার ও নাট্যকার জাহাঙ্গীর এবং জেলা ভোক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক দিলীপ ঘোষ, সদস্য সচিব জয়ন্তী ভৌমিক, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, অতিরিক্ত উপপরিচালক আবদুল বারেক খান, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম। বক্তারা রফিকুজ্জামান রণির জীবন ও সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষপর্ব ছিলো কবিতাসন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নন্দিতা দাস, শ্রাবন্তী মজুমদার ও ঐশী ঘোষ। তবলসঙ্গত করেন শুভ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী দিপান্বিতা দাস, কামরুন্নাহার বিউটি, নুরুন্নাহার মুন্নি ও শ্রাবণী মীম।

রফিকুজ্জামান রণির ১৯৯২ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর চাঁদপুরের কচুয়া উপজেলার দোঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কামরুজ্জামান খোকা ও মাতার নাম লাভলী জামান। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে আইন বিষয়ক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চর্যাপদ একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
স্বীকৃতিস্বরূপ পেয়েছেন: জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯; ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০; চাঁদপুর জেলা প্রশাসক পুরস্কার-২০১৮; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার ২০২০; এবং মানুষ তরুণ লেখক পুরস্কার-২০১৯; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪ ও ফরিদগঞ্জ লেখক ফোরাম পদক-২০১৩।

তার প্রকাশিত গ্রন্থ পাঁচটি : ‘দুই শহরের জানালা’(ছোটগল্প), ধোঁয়াশার তামাটে রঙ’(কবিতা), ‘চৈতি রাতের কাশফুল’(গল্প), ‘মুঠো জীবনের কেরায়া’(কবিতা) ও অতল জলের গাঁও(কবিতা)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

গান, আবৃত্তি ও বাঁশির সুরে কবি রফিকুজ্জামান রণির জন্মদিন পালন

আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

স্টাফ রির্পোটার : চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে পালিত হলো দেশের জনপ্রিয় তরুণ কবি রফিকুজ্জামান রণির জন্মদিন। শক্তিমান বংশিবাদক বেলালের মনোমুগ্ধকর বাঁশির সুরে সুরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

Model Hospital

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর চাঁদপুরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে বাঁশি, গান, আবৃত্তি ও আলোচনাসভাসহ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও কবি সজীব মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রফিকুজ্জামান রণির গর্ভধারিণী মা লাভলী জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খান, গীতিকার ও নাট্যকার জাহাঙ্গীর এবং জেলা ভোক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক দিলীপ ঘোষ, সদস্য সচিব জয়ন্তী ভৌমিক, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, অতিরিক্ত উপপরিচালক আবদুল বারেক খান, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম। বক্তারা রফিকুজ্জামান রণির জীবন ও সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষপর্ব ছিলো কবিতাসন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নন্দিতা দাস, শ্রাবন্তী মজুমদার ও ঐশী ঘোষ। তবলসঙ্গত করেন শুভ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী দিপান্বিতা দাস, কামরুন্নাহার বিউটি, নুরুন্নাহার মুন্নি ও শ্রাবণী মীম।

রফিকুজ্জামান রণির ১৯৯২ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর চাঁদপুরের কচুয়া উপজেলার দোঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কামরুজ্জামান খোকা ও মাতার নাম লাভলী জামান। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে আইন বিষয়ক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চর্যাপদ একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
স্বীকৃতিস্বরূপ পেয়েছেন: জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯; ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০; চাঁদপুর জেলা প্রশাসক পুরস্কার-২০১৮; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার ২০২০; এবং মানুষ তরুণ লেখক পুরস্কার-২০১৯; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪ ও ফরিদগঞ্জ লেখক ফোরাম পদক-২০১৩।

তার প্রকাশিত গ্রন্থ পাঁচটি : ‘দুই শহরের জানালা’(ছোটগল্প), ধোঁয়াশার তামাটে রঙ’(কবিতা), ‘চৈতি রাতের কাশফুল’(গল্প), ‘মুঠো জীবনের কেরায়া’(কবিতা) ও অতল জলের গাঁও(কবিতা)।