সাহিত্য একাডেমী, চাঁদপুর প্রাথমিক সদস্য পদে ০৫ মে ২০২৪ তারিখে আবেদন আহ্বান করে।
আবেদন সংগ্রহ ও জমা দেয়ার সর্বশেষ তারিখ ছিলো ২৫ মে ২০২৪। এ সময়ের মধ্যে মোট আবেদন জমা পড়েছে ৯৫টি। ২৬ মে ২০২৪, রোববার সন্ধ্যায় আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্যে সাহিত্য একাডেমী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। ০৬ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই উপকমিটি ৯৫টি আবেদন থেকে ৭০ জনকে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্যে একাডেমীর অন্তর্বর্তীকালীন কমিটির কাছে সুপারিশ করে।
অন্তর্বর্তীকালীন কমিটি, সাহিত্য একাডেমী, চাঁদপুর এর আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত তালিকা সাঁটানো হয়েছে সাহিত্য একাডেমীর নোটিশ বোর্ডে।
মনোনীত প্রাথমিক সদস্যরা হলেন : তালিকাটি ক্রমানুসারে করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়।
জাহিদ নয়ন, আশরাফুজ্জামান কাজী রাসেল, আবদুল গণি, শাদমান শরীফ, এইচ এম জাকির, মোঃ ইয়াছিন দেওয়ান, আরিফ রাসেল, মুক্তা পীযূষ, মুহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরু, উজ্জ্বল হোসাইন, আবু ইউসুফ, তাশফীয়া কাফী, নুরুন্নাহার মুন্নি, সুমন কুমার দত্ত, মাহমুদ হাসান খান, মোখলেছুর রহমান ভূঁইয়া, দুখাই মুহাম্মদ, সঞ্জয় দেওয়ান, পলাশ কুমার দে, সাদ আল-আমিন, মোঃ কবির হোসেন মিজি, মোঃ জিহাদ সরকার, মোঃ সাইদুজ্জামান, খোরশেদ আলম বিপ্লব, শরীফ মাহমুদ চিশ্তী, মনিরুজ্জামান বাবলু, আজম পাটোয়ারী, রবিউল আউয়াল, নুরুন্নাহার নিশি, মোঃ ইকবাল হোসেন সরকার, জোহরা বেগম, আরিফুল ইসলাম শান্ত, জাহিদ হাসান, ফারজানা মুন্নি, দেওয়ান মাসুদ রহমান, বিথী নন্দী, শাহাদাত হোসেন শান্ত, জসীম মেহেদী, খোকন চন্দ্র মজুমদার, মানিক দাস, মোঃ শাহাদাত হোসেন (সৌরভ সালেকীন), মোঃ আরিফ বিল্লাহ, আলমগীর হোসেন আঁচল, ইমরান নাহিদ, হাজেরা বেগম, ইকবাল পারভেজ, রাজিব কুমার দাস, কাজী সাইফ, এম. আর. ইসলাম বাবু, কাশফীয়া কাফী, মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রেজাউল করিম, সৌম্য সালেক, বাঁধন চন্দ্র শীল, মোঃ কামরুজ্জামান, স্বপন ভঞ্জ, রিয়াজ বেপারী, শিউলি মজুমদার, শাহমুব জুয়েল, মোঃ তাফাজ্জল ইসলাম, সাদ্দাম হোসেন, মাইনুল তোহা, আহনাফ আব্দুল কাদির, মোঃ আতিকুর রহমান রুবেল, সাদিয়া হোসেন মাধুরী, মোহাম্মদ হাসান খান, নূরুল ইসলাম পাটোয়ারী (অমৃত ফরহাদ), সুধীর বরণ মাঝি ও মনিরা আক্তার।