মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হক মৃধাকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা নুরুল হক মৃধা গত ২৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহে……… রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মৃধা বাড়ি জামে মসজিদের সামনে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসময় মরহুম বীরমুক্তিযোদ্ধা নুরুল হক মৃধার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, মতলব দক্ষিণ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমন্ডার মোস্তাফা কামাল, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মিয়া, জাহাঙ্গীর সরকার প্রমুখ।