এস এম ইকবাল : ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রতিক বরাদ্ধ নিয়ে ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল চৌধুরীকে বিজয়ী করার লক্ষে মিছিল করেছে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।

২০ ডিসেম্বর সোমবার বিকেলে ইউনিয়নের ধানুয়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, পরে একই স্থানে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের প্রার্থী সোহেল চৌধুরী, সংসদ সদস্যের প্রতিনিধি পুতুল সরকার, সোহেল হোসেন রাজুসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রমূখ।
এ সময় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আ’লীগ সর্বদা কাজ করে যাবে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।