সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড, হুমায়ুন কবির সুমন কাল শপথ নিবেন।

আগামীকাল বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথবাক্য পাঠ করাবেন।
এছাড়াও একই দিনে শপথ দিবেন চাঁদপুর সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য: দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।