ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
কবিতা

অমর প্রেম

তোমার প্রতি আমার কী তীব্র প্রেম
কী তীব্র ভালোবাসা! 
কী ভীষণ জ্বালাপোড়া আমার পুরো হৃদয় জুড়ে !
তোমাকে একটু না পেলে
এ হৃদয়ে কষ্টের আগুন জ্বলে আমাজোনাসের মত।
বসন্ত এসে ম্লান হয়ে যায়
বর্ষা এসে অঝোর ধারায় বয়
সোনালী গোধূলি  সব আঁধারে হারায়
আমি শুধু তোমাতে বিভোর হয়ে রই। 
পরিযায়ী এসেছে বধু সেজে 
তিলাঘুঘু ডেকেছে মধুর সুরে
রাঙ্গা গাঙ্গচিল উড়ছে খালে বিলে
আমি থেকেছি শুধু তোমায় ঘিরে। 
আমি জোছনার অভিমান ভাঙ্গাইনি
আমি মেঘেদের গল্প শুনিনি
আমি জলের আড্ডায় মেতে উঠিনি
আমি শরতের কাশবনে নীল সাদা আকাশ দেখিনি
আমি মগ্ন থেকেছি শুধু তোমাতে 
শুধু তোমাকে  ভালবেসে।
আমি স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে
রংধনুতে এঁকেছি তোমার ছবি
সাগরের গর্জনে শুনেছি তোমার নাম
আমার বিনিদ্র রজনী কেটেছে তোমাকে নিয়ে
প্রতিটি সূর্যোদয় সাক্ষী দিবে
এ এক হৃদয় নিঙড়ানো অমোঘ সত্য বাণী –
আমি তোমাকে ভালোবাসি।
ট্যাগস :

বাবা-মায়ের প্রতি দিনের ঝগড়া থামাতে ৬ বছরের শিশু থানায়!

কবিতা

অমর প্রেম

আপডেট সময় : ০৪:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
তোমার প্রতি আমার কী তীব্র প্রেম
কী তীব্র ভালোবাসা! 
কী ভীষণ জ্বালাপোড়া আমার পুরো হৃদয় জুড়ে !
তোমাকে একটু না পেলে
এ হৃদয়ে কষ্টের আগুন জ্বলে আমাজোনাসের মত।
বসন্ত এসে ম্লান হয়ে যায়
বর্ষা এসে অঝোর ধারায় বয়
সোনালী গোধূলি  সব আঁধারে হারায়
আমি শুধু তোমাতে বিভোর হয়ে রই। 
পরিযায়ী এসেছে বধু সেজে 
তিলাঘুঘু ডেকেছে মধুর সুরে
রাঙ্গা গাঙ্গচিল উড়ছে খালে বিলে
আমি থেকেছি শুধু তোমায় ঘিরে। 
আমি জোছনার অভিমান ভাঙ্গাইনি
আমি মেঘেদের গল্প শুনিনি
আমি জলের আড্ডায় মেতে উঠিনি
আমি শরতের কাশবনে নীল সাদা আকাশ দেখিনি
আমি মগ্ন থেকেছি শুধু তোমাতে 
শুধু তোমাকে  ভালবেসে।
আমি স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে
রংধনুতে এঁকেছি তোমার ছবি
সাগরের গর্জনে শুনেছি তোমার নাম
আমার বিনিদ্র রজনী কেটেছে তোমাকে নিয়ে
প্রতিটি সূর্যোদয় সাক্ষী দিবে
এ এক হৃদয় নিঙড়ানো অমোঘ সত্য বাণী –
আমি তোমাকে ভালোবাসি।