ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদের বিনোদনের অন্যতম স্থান

  • সজীব খান
  • আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • 880

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদসহ সারা বছরের জন্য বিনোদনের জন্য অন্যতম স্থানে পরিনত হচ্ছে, দিন যত যাচ্ছে, আশিকাটির এ পার্কটি ততই বিনোদনের জন্য আকর্ষনের স্থানে রুপান্তরিত হচ্ছে, নিরাপত্তার বেষ্টুনীতে এ পার্কটি ইতিমধ্যে ব্যাপক দর্শনার্থীদের কাছে সুনাম রয়েছে। পার্কটি ঈদসহ বিভিন্ন দিবসে নানা সাঁজে রঙ্গিন সাজে।

Model Hospital

জেলা কারাগারের দক্ষিনে শাহতলী সড়কের পাশে কয়েক মিটার দুরে আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক। পার্কটি এলাকার শিশু-কিশোর, শিক্ষক-চাকুরীজীবী, কৃষক-দিনমজুরসহ সকল পেশার মানুষদের আনন্দ বিনোদনের একমাত্র কেন্দ্র।

জানা যায়, চাঁদপুরের কোমলমোতি শিশু কিশোরদের বিনোদনের জন্য এলাকার কিছু উদ্যেমী মানুষের প্রচেষ্টায় এ শিশু পার্কটি সাঁজানো হয়। পার্কটি স্থাপনের পর থেকে ধীরে ধীরে দৃশ্যমান উন্নতি ও সুন্দর্য হয়ে উঠে। শিশু-কিশোরদের নিত্য বিনোদনের জন্য পার্কে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সাঁজানো হয়েছে। পার্কটি এখন চাঁদপুরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষই প্রায়ই এখানে ঘুরতে আসে, খুব ভালো মনোরম পরিবেশ থাকায় পার্কটি এখন ব্যাপক পরিচিতি লাভ করেছে।

পার্কে আসা এক দর্শনার্থী বলেন, আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক বিনোদন কেন্দ্র হওয়ায় আমাদের সকলের অনেক সুবিধা হয়েছে। পরিবার-পরিজন ও বাসায় মেহমান এলে যে কোনো সময় তাদের নিয়ে ঘুরতে আসা যায়। নিরাপদে ঘুরে আবার বাসায় ফেরা যায়, কোন প্রকার হয়রানি ছাড়াই বিনোদন উপভোগ করে যাওয়া যায়।

আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ধীরে ধীরে এর পরিধি বাড়ানোসহ চিত্ত বিনোদনের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছোট এলাকা জুড়ে বানানো হয়েছে ঝুলন্ত সেতু। আছে সুইমিং পুল, দোলনা, ছোট বাচ্চাদের জন্য ট্রেন ভ্রমণ। এছাড়া পার্কজুড়ে বানানো হয়েছে বিভিন্ন পশুপাখির স্থির সব চিত্র।

এই বিনোদনকেন্দ্রটি আগামীতে আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
শাহতলী জেলা কারাগার সড়কের পাশে বিনোদন কেন্দ্রে প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। বিকেল হলে শিশু-কিশোর ও নারী-পুরুষের ভিড়ে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি।

কম খরচে বিনোদন নিতে চান, তারা চাঁদপুর আশিকাটির এ পার্কটির মধ্যেই ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত বলে পরিচালনা পর্ষদ জানান, বিনোদন প্রেমীদের জন্য অন্যতম এক স্থান হতে পারে আশিকাটির এ পার্ক।

ট্যাগস :

হাজীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় প্রা’ণ গে’ল মাদ্রাসা শিক্ষার্থীর

আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদের বিনোদনের অন্যতম স্থান

আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদসহ সারা বছরের জন্য বিনোদনের জন্য অন্যতম স্থানে পরিনত হচ্ছে, দিন যত যাচ্ছে, আশিকাটির এ পার্কটি ততই বিনোদনের জন্য আকর্ষনের স্থানে রুপান্তরিত হচ্ছে, নিরাপত্তার বেষ্টুনীতে এ পার্কটি ইতিমধ্যে ব্যাপক দর্শনার্থীদের কাছে সুনাম রয়েছে। পার্কটি ঈদসহ বিভিন্ন দিবসে নানা সাঁজে রঙ্গিন সাজে।

Model Hospital

জেলা কারাগারের দক্ষিনে শাহতলী সড়কের পাশে কয়েক মিটার দুরে আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক। পার্কটি এলাকার শিশু-কিশোর, শিক্ষক-চাকুরীজীবী, কৃষক-দিনমজুরসহ সকল পেশার মানুষদের আনন্দ বিনোদনের একমাত্র কেন্দ্র।

জানা যায়, চাঁদপুরের কোমলমোতি শিশু কিশোরদের বিনোদনের জন্য এলাকার কিছু উদ্যেমী মানুষের প্রচেষ্টায় এ শিশু পার্কটি সাঁজানো হয়। পার্কটি স্থাপনের পর থেকে ধীরে ধীরে দৃশ্যমান উন্নতি ও সুন্দর্য হয়ে উঠে। শিশু-কিশোরদের নিত্য বিনোদনের জন্য পার্কে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সাঁজানো হয়েছে। পার্কটি এখন চাঁদপুরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষই প্রায়ই এখানে ঘুরতে আসে, খুব ভালো মনোরম পরিবেশ থাকায় পার্কটি এখন ব্যাপক পরিচিতি লাভ করেছে।

পার্কে আসা এক দর্শনার্থী বলেন, আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক বিনোদন কেন্দ্র হওয়ায় আমাদের সকলের অনেক সুবিধা হয়েছে। পরিবার-পরিজন ও বাসায় মেহমান এলে যে কোনো সময় তাদের নিয়ে ঘুরতে আসা যায়। নিরাপদে ঘুরে আবার বাসায় ফেরা যায়, কোন প্রকার হয়রানি ছাড়াই বিনোদন উপভোগ করে যাওয়া যায়।

আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ধীরে ধীরে এর পরিধি বাড়ানোসহ চিত্ত বিনোদনের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছোট এলাকা জুড়ে বানানো হয়েছে ঝুলন্ত সেতু। আছে সুইমিং পুল, দোলনা, ছোট বাচ্চাদের জন্য ট্রেন ভ্রমণ। এছাড়া পার্কজুড়ে বানানো হয়েছে বিভিন্ন পশুপাখির স্থির সব চিত্র।

এই বিনোদনকেন্দ্রটি আগামীতে আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
শাহতলী জেলা কারাগার সড়কের পাশে বিনোদন কেন্দ্রে প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। বিকেল হলে শিশু-কিশোর ও নারী-পুরুষের ভিড়ে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি।

কম খরচে বিনোদন নিতে চান, তারা চাঁদপুর আশিকাটির এ পার্কটির মধ্যেই ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত বলে পরিচালনা পর্ষদ জানান, বিনোদন প্রেমীদের জন্য অন্যতম এক স্থান হতে পারে আশিকাটির এ পার্ক।